Friday , April 10 2020

করোনা চিকিৎসায় অবশেষে সফলের পথে ইতালি! আ’ক্রা’ন্তের সংখ্যা শূন্যে নামিয়ে আনলো ভো শহর!

করোনা চিকিৎসায় অবশেষে সফলের পথে ইতালি, আ’ক্রা’ন্তের সংখ্যা শূন্যে নামিয়ে আনলো ভো শহর। করোনা ঝড়ে উ’ত্তাল বিশ্ব। এরই মধ্যে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে মৃ’তের সংখ্যা। এ পর্যন্ত ইতালিতে সর্বোচ্চ মৃ’ত্যুর রেকর্ড করা হয়েছে। করোনা থেকে মৃ’ত্যু এড়াতে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে তাই দেখিয়েছে ইতালির ভো শহর। আশ্চর্য হলে সত্যি চলতি মাসের ১৩ তারিখের করোনায় কেউ আ’ক্রা’ন্ত হয়নি শহরটিতে।

চলতি মাসের ৬ তারিখ ইতালির পাদুয়া বিশ্ববিদ্যালয় এবং রেড ক্রসের উদ্যোগে ইতালির পাদুয়া অঙ্গরাজ্যের ভো শহরে সবার করোনা পরীক্ষা করা হয়। এমনকি যে বা যাদের কোভিড-১৯ এ আ’ক্রা’ন্ত হওয়ার সম্ভাবনা নেই তাদেরও মেডিক্যাল পরীক্ষা করা হয়। এতে করে যাদের মধ্যে করোনার লক্ষণ দেখা দেয় তাদেরকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয় স্থানীয় প্রধান।

৩ হাজার মানুষের উপর পরীক্ষা চালানো হয়। প্রথম পর্যায়ের পরীক্ষা ৮৯ জনের করোনা পজেটিভ এসেছিলো। তাদের সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়।এর দুই সপ্তাহ পর আরো কয়েকজনের করোনা টেস্ট করা হয়। খুব আশ্চর্যজনকভাবে আ’ক্রা’ন্তের পরিমাণ শতকরা ৩ ভাগ থেকে শুন্য দশমিক ৪১ এ নেমে আসে। গবেষণা বলছে বেশিরভাগ আ’ক্রা’ন্ত রোগীর কোন লক্ষণ প্রকাশ পায় না। এ থেকেই গবেষকরা বলছেন করোনা থাকুক আর না থাকুক সবাইকে টেস্ট করতে হবে।

শেষ পর্যন্ত শতভাগ সফলতা অর্জন সম্ভব হয়। করোনার ছড়ানোর হার শুন্যে নেমে আসে। এ বিষয়ে কৃতপক্ষ বলছে দুইটি কৌশল অবলম্বন করা উচিত । একটি হলো টেস্ট করা এবং আইসোলেশনে রাখা। ভেনেতোর প্রেসিডেন্ট লুকা জাইয়া বলছেন সবাইকে করোনা পরীক্ষা করা অনেক জরুরী,কারণ একজন করোনা আ’ক্রা’ন্ত রোগী ১০ জনকে সং’ক্রমিত করতে পারে।